বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

অবসরের কবিতা

অবসর কেটে যায়
মতিয়ার রহমান দিপু 
এখন আমার অবসর কেটে যায় তার চুল,নখ,কপালের টিপ দেখে দেখে
আকাশের তাঁরা আজ জেগে আছে তার কপালের পরে
তার রূপ দেখে ঘুমায়েছি পৃথিবীর সেই কোলাহলে
হয়না প্রানের ঘুম স্বপ্নে তার চোঁখ ভেঁসে আসে
এই নদী একদিন তার ঘ্রাণ পেয়েছিল 
আজো সে নদীর জল তার ঘ্রণ পেয়ে যায়-
আমি সে নদীর কূলে একা একা কতদিন থেকেছি বসে,
আজ সময় পেরিয়ে যায় বহু সময় পার করে
সেই রূপ আজ ঝাঁপসা আমার চোঁখে
তার ভেজা চুল এলানো রূপে দেখি নাই বহুকাল
আমার অবসর তবু কেটে যায়
অন্ধকারের গভীর অরণ্য থেকে একদিন তুমি এঠে এসে ,
আমায় বলবে তুমি এইখানে বসে 

কাক আর গাংচিল উড়ে যায় মেঘের ওপারে,
-গায়ে ওরা অনেকে পরম শান্তিতে থাকে
আমরাও চলো যাই অদের ডানার পরে চড়ে
আবার অচেনা এক নতুন পৃথিবীর বুকে,
যেখানে প্রেমের কথা বলা যাবে দুজনে একসাথে বসে
জানবোনা দুজনের কেউ,কখন যে দিন কেটে যাবে ,
শরৎ বসন্ত রং প্রতিদিন সেখানে ঝরে 

একরাশ ফুল আর কাঁশের পালক
তাই নিয়ে উড়ব দুজনে নতুন পৃথিবীর পর ,
দুজনের স্নান হবে জোনাকির রূপালী জলে
জীবনের সব ক্ষুধা মিটে যাবে প্রেমের মিলনে 
-এক অপরুপ দর্শন দুজনের চোঁখে
যে চোঁখ শুধু প্রেমের কথা বলে ,
সত্যি একদিন তুমি এভাবেই আসবে চলে
এমনি কথাই হবে দুজনের চোঁখে চোঁখে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন