শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

কবিতা "হয়ত ভালোবাসি"


হয়ত ভালোবাসি
                                                                 মতিয়ার রহমান দিপু

অনেক রাতের অবসরে যার কথা খুব বেশি মনে পড়ে
পৃথিবীর সব কিছু তুচ্ছ করে জানালার গ্রিলে মুখক্ষানি রেখে,
তার মুখক্ষানি ভেসে আসে দুচোঁখের নক্ষত্রের মাঝে
যৌবন তাকে ঘিরে নতুন রূপে পৃথিবী নেচেছ
ঝিঝিদের ডাকে আর জোনাকির নাচের তালে,
তাকে ভেবে সময় অসময়ে ভেসে চলে গেছে
সে অনেক পুরোন দির্ঘশ্বাস বুকের ভিতরে
এই রাতে আকাশের মাঝে কিছু খুঁজে
ক্লান্ত পৃথিবী আজ আমার কানে কানে বলে,
এই রাতে কাকে ভেবে চোখের কোনে জল পড়ে?
প্রশ্নের কোন উত্তর নেই,আছে পৃথিবীর আজন্ম অগোচরে
এই রাত তবু তাকে ভেবে পার হয়ে যাবে
এক রাত-দুই রাত,শতশত রাত পার হবে
আকাশের রূপালী তারার মাঝে তার চোখ খুঁজে পাওয়া যাবে

কিছুকাল পেরিয়ে যৌবনের শেষ সিঁড়ি বেয়ে
জীবনের সব তৃপ্তি ফুরিয়ে যাবে
হয়ত কিছু রাত তবু হৃদয়ে দাগ কেটে যাবে
এই রাতের তারা তাই আজ কেন জানি বলে
পৃথিবীর নিয়মে মানুষ বদলে গেলে
কিছু সময় তবু জেগে থাকে পুরোন স্মৃতির ফাইলে,
হয়ত কিছুকাল পরে ওই স্মৃতির ফাইল খুলে পড়ে
কেরানির মত দিনের ক্লান্তি মুছে কবিতার রাত জেগে রবে


এখন এই রাতে দূরের তারার দিকে চেয়ে
তার চোঁখের যে ভাষা হৃদয় বুঝে গেছে,
তাই দিয়ে যৌবনের সন্ধ্যার সব কবিতা লেখা হবে
এখন সময় এসেছে শুধু তার রূপ দেখে উপমা খুঁজে পেতে,
তার পর একদিন দূরে যেও চলে,
আজন্ম কাল ধরে তারার মত জ্বলে জ্বলে
আমার কবিতার সব স্মৃতি আলোকিত হয়ে রবে
শুধু দূর থেকে ভুল করে হলেও একবার-
বলে যেও, “কোন একদিন আমাই ভালোবেসেছিলে”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন